উত্তরদিনাজপুর

প্লাস্টিকের ডিমের আতঙ্কে স্কুলের মিড ডে মিলে ডিম দেওয়া বন্ধ রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে

প্লাস্টিক ডিমের আতঙ্ক এবারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের নামী স্কুল রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে।  প্লাস্টিক ডিমের আতঙ্কের কারনে মিড ডে মিলে ডিম দেওয়া আপাতত স্থগিত  রাখার সিদ্ধান্ত নিয়েছে স্কুলের প্রধান শিক্ষক শুভেন্দু মুখার্জী । শুভেন্দুববাবু জানিয়েছেন, ডিমের আতঙ্ক ছড়িয়ে পড়তেই ছাত্রের অভিভাবকদের মধ্যে ব্যপক প্রভাব পড়ে।  তাই  অভিভাবকদের দুশ্চিন্তা মুক্ত রাখতেই এই ধরনের সিদ্ধান্ত স্কুল কতৃপক্ষের  । গত কয়েকদিন যাবদ সারা রাজ্যের বিভিন্ন খবরের  চ্যানেলে প্লাস্টিক ডিম নিয়ে নানা খবর দেখানো হয়েছে। সে কারনে  রাজ্যের মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই আতঙ্কের হাত থেকে বাঁচতেই রায়গঞ্জ করোনেশন হাইস্কুলে কতৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানান  প্রধান শিক্ষক ।